পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় সংস্কৃতির মহামিলনমেলা — এমন মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, “এটি শুধু বাঙালির নয়, চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠিরও উৎসব। এবার থেকে আমরা এটি জাতীয়ভাবে উদযাপন করছি।”
শোভাযাত্রার রাজনৈতিক রূপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি রাজনৈতিক নয়, তবে অতীতে কিছু দল এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফ এসেছে—যা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানকে তুলে ধরে।”
শোভাযাত্রার নাম নিয়ে তিনি বলেন, “শুরুতে যশোরে এটি ‘বর্ষবরণ শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল। ঢাকায় এসে হয় ‘আনন্দ শোভাযাত্রা’ এবং পরে ‘মঙ্গল শোভাযাত্রা’। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে মূল নামেই ফিরে যাওয়ার।”
তিনি আরও যোগ করেন, এই শোভাযাত্রায় মুঘল, সুলতানি ও আধুনিক বাংলাদেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটে—যা জাতির ঐক্যের প্রতিচ্ছবি।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :