AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩০ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি হিসেবে দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আগামী বুধবার (১৭ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। তিন দিনের এ সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সংকট, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতিসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুগুলো আলোচনায় আসবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। একই দিনে পরে আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন-এর যোগ দেওয়ার কথা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের শাসনামলে এটিই হতে যাচ্ছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রথম কূটনৈতিক সফর।

কূটনৈতিক সূত্র জানায়, নিকোল চুলিক সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে এই সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে, সেটিই হবে মূল আলোচ্য বিষয়। এছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের সফরের মূল ফোকাস থাকবে মিয়ানমারের জটিল রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা হুমকিগুলো ঘিরে। বিশেষ করে মাদক, অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় আসবে। যুক্তরাষ্ট্র মনে করছে, এই পরিস্থিতি তাদের ইন্দো-প্যাসিফিক কৌশল (IPS) বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, মিয়ানমারে সরকারের নিয়ন্ত্রণহীনতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠনগুলোর জড়িত থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে।

এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপ নীতি। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলোও আলোচনায় আসবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের এই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক আলোচনায় আসবে। এর মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার, রোহিঙ্গা সংকট—সবই গুরুত্ব পাবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!