AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন: হামলাকারীদের ধরতে নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৪ পিএম, ১৬ এপ্রিল, ২০২৫
মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন: হামলাকারীদের ধরতে নির্দেশ

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা শিল্পকর্মের সঙ্গে সম্পৃক্ত শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৬ এপ্রিল) ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, “শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে, তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি আইজিপিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও লেখেন, “গত কয়েকদিন ধরে ‍‍`জুলাইয়ে বিতাড়িত‍‍` আওয়ামী লীগের কিছু অনলাইন কর্মী শিল্পী মানবেন্দ্র ঘোষকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য ছড়িয়েছে। তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’ এই হামলার উসকানি দেওয়া হয়।”

ফারুকী বলেন, “এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ পাহাড় থেকে সমতল পর্যন্ত এক অনন্য মৈত্রীর উৎসব শেষ করেছে। সবার মনে ছিল এক ধরনের আবেশ, ঐক্যের বার্তা। আর এই সময়ই এই হামলা আমাদের স্মরণ করিয়ে দেয়, জুলাই এখনো চলমান। কিন্তু তারা জানে না, বাংলাদেশের মানুষ এই জুলাই বুকে নিয়েই সামনে এগিয়ে যাচ্ছে। জনগণের ঐক্যের সামনে এরা কিছুই নয়।”

ঘটনার পর স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। সাংস্কৃতিক সংগঠন ও নাগরিক সমাজ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এই হামলা শুধু একজন শিল্পীর উপর আঘাত নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতির উপরও হামলা—এমনটাই মনে করছেন বিশিষ্টজনরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!