দুর্নীতি মামলার অভিযুক্ত টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের তিনি জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নেওয়া হবে।
তিনি আরও জানান, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে পারেন শেখ হাসিনা ও শেখ রেহেনা। অভিযোগ রয়েছে ব্রিটেনের এমপি হয়েও আওয়ামী লীগের ক্ষমতায় গুলশানে ইস্টার্ন হাউজিংকে একটি প্লট অনুমোদন করে দেন টিউলিপ। একইভাবে ২০২২ সালে পূর্বাচলে শেখ রেহানা ও ভাই-বোনের নামে ১০ কাঠা করে রাজউকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ।
এ ঘটনায় সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। এর প্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আগামী ২৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘ঊনি যদি নির্ধারিত তারিখে আদালতে হাজির না হন তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল আইন-১৯৫৮ আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে কী করণীয়। আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেই ভাবেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :