AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৫ এএম, ১৭ এপ্রিল, ২০২৫
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এই দিনেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয় ‘মুজিবনগর’। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়।

এর আগে, ১০ এপ্রিল গঠিত হয় স্বাধীন বাংলাদেশের সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তাজউদ্দীন আহমদ হন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী। এছাড়া, এম মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ এবং এএইচএম কামরুজ্জামান মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পান জেনারেল এম এ জি ওসমানী এবং চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হন মেজর জেনারেল আবদুর রব।

১৭ এপ্রিল শপথ অনুষ্ঠানের দিন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনসার সদস্য। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধে সংগঠিত ও সুশৃঙ্খল প্রতিরোধ গড়ে ওঠে, যা culminates করে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ে। মুজিবনগর সরকারই ছিল স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক সরকার।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। ভোরে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। তবে উল্লেখযোগ্যভাবে গত বছরের ৫ আগস্টের ঘটনার পর স্মৃতিসৌধ এলাকার ভাস্কর্যগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, ইতিহাসের সত্যনিষ্ঠ উপস্থাপন নিশ্চিত করে নতুন করে ভাস্কর্য স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, মুজিবনগর সরকার কোনো প্রবাসী বা অস্থায়ী সরকার নয়, এটি ছিল স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক সরকার। ইতিহাস বিকৃতি নয়, বরং যথার্থ ইতিহাসই ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

 


একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!