AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারিগরি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৭ এএম, ১৮ এপ্রিল, ২০২৫
কারিগরি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

ছয় দফা দাবির ভিত্তিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) দেশব্যাপী ‍‍`কাফন মিছিল‍‍` করার ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুমার নামাজের পর সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘৮৭-এর কাফন আন্দোলনের আদলে’ মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় অসন্তোষ প্রকাশ করে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সেই ঘোষণার পরপরই নতুন এ কর্মসূচি সামনে আসে।

এছাড়া, কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‍‍`প্রতারণামূলক‍‍` বৈঠকের প্রতিবাদে এরই মধ্যে শিক্ষার্থীরা মশাল মিছিল, রেলপথ অবরোধ এবং অসহযোগ আন্দোলন পালন করেছে। এর আগেও ঢাকার তেজগাঁও সাতরাস্তা অবরোধ এবং বিভিন্ন জেলায় সড়ক অবরোধের কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিল ও পদবি পরিবর্তন:
হাইকোর্টে থাকা মামলাগুলো বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বন্ধ করতে হবে এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে।

২.ভর্তি ও কারিকুলামে সংস্কার:
ডিপ্লোমা কোর্সে বয়সভিত্তিক ভর্তির সুযোগ বাতিল, আন্তর্জাতিক মানের চার বছর মেয়াদি কারিকুলাম প্রণয়ন এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে চালুর দাবি।

৩.চাকরি সংরক্ষণ:
দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলীর পদে ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত ও অবমাননাকর নিয়োগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৪.কারিগরি শিক্ষায় উপযুক্ত জনবল:
বোর্ড, অধিদপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে অকারিগরি জনবল নিয়োগ নিষিদ্ধ এবং সব পদে কারিগরি শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

৫.স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন:
কারিগরি শিক্ষা সংস্কারের জন্য আলাদা মন্ত্রণালয় এবং কমিশন গঠন করতে হবে।

৬.উচ্চশিক্ষার সুযোগ:
একটি উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের শতভাগ ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। জনদুর্ভোগের জন্য সরকারকেই দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 


একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!