ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান দলটির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়বস্তু ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের সহযোগী, তাই বিষয়গুলো জানানো তাদের অধিকার। বৈঠকে ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। করণীয় বিষয়গুলো নিয়ে আরও আলোচনা চলবে এবং পরবর্তীতে তা জানানো হবে।”
তিনি আরও বলেন, “যদিও প্রাথমিকভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছিল, পরবর্তীতে সেই সময়সীমা কিছুটা পরিবর্তিত হয়েছে। তবে আমরা মনে করি, ডিসেম্বরকে কেন্দ্র করেই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা উচিত।”
বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান জানান, “ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা যেসব অন্যায় করেছে, সেসবের দ্রুত বিচার হওয়া জরুরি। এটি শুধু ন্যায়বিচারের প্রশ্ন নয়, রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্নও।”
তিনি আরও বলেন, “নির্বাচনের দাবিতে নতুন করে কোনো আন্দোলনের প্রয়োজন আছে বলে বিএনপি মনে করে না। সরকারের প্রতি আমাদের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি বাস্তবায়ন করবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :