AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে মহাসমাবেশ আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৬ এএম, ২০ এপ্রিল, ২০২৫
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে মহাসমাবেশ আজ

কারিগরি শিক্ষা খাতের নানা বৈষম্য ও সংকট নিরসনের দাবিতে আজ রোববার (২১ এপ্রিল) সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

এর আগে শনিবার (২০ এপ্রিল) রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির সমাপ্তি ঘোষণার সময় এই মহাসমাবেশের ডাক দেয় সংগঠনটি।

আন্দোলনকারীরা জানান, তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতেই এই মহাসমাবেশ। পাশাপাশি, সহপাঠীদের ওপর হামলার বিচার এবং চিকিৎসা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের দাবি দ্রুত মেনে নিলে রাজপথ ছাড়ব। আমরা আলোচনায় বসতে চাই, তবে কোনো আশ্বাস নয়— বাস্তব পদক্ষেপ চাই।”

আরেক শিক্ষার্থী মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “কারিগরি শিক্ষাকে যথাযথ মর্যাদা ও উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়। আমরা সেই বাস্তবতা থেকেই দাবি জানাচ্ছি।”

ছয় দফা দাবির বিস্তারিত:
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% কোটা বাতিল ও বিতর্কিত নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুতি এবং নিয়োগবিধি সংশোধন।
২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, মানসম্মত কারিকুলাম প্রণয়ন ও একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে চালুর উদ্যোগ।
৩. ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত দশম গ্রেড পদে বিধিভঙ্গকারী নিয়োগে আইনি ব্যবস্থা গ্রহণ।
৪. কারিগরি শিক্ষাবহির্ভূত প্রশাসনিক নিয়োগ বন্ধ এবং কারিগরি শিক্ষিত জনবল নিয়োগে অগ্রাধিকার।
৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।
৬. উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে ভর্তির সুযোগ।

চলমান আন্দোলন:
গত ১৬ এপ্রিল রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করে দিনব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ এপ্রিল) কাফনের কাপড় মাথায় মিছিল ও শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হলেও শিক্ষার্থীরা জানায়, তাতে তারা আশ্বস্ত নন।

শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এবং এর পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

 

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!