AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান উপদেষ্টা চার দিনের সফরে কাতার যাচ্ছেন আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৭ এএম, ২১ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা চার দিনের সফরে কাতার যাচ্ছেন আজ

চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে অংশ নিচ্ছেন তিনি।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, দোহায় অনুষ্ঠেয় ‘আর্থ সামিট-২০২৫’-এ অংশ নিতে কাতার যাচ্ছেন অধ্যাপক ইউনূস। সফরকালে তার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

সূত্র জানিয়েছে, সম্মেলনে যোগদানের পাশাপাশি সফরের মূল উদ্দেশ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। বৈঠকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, এলএনজি আমদানি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান, রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া প্রধান উপদেষ্টা কাতার ফাউন্ডেশন পরিদর্শন করবেন এবং ফাউন্ডেশনের চেয়ারপার্সন মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে তিনি কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের সঙ্গে সাক্ষাৎ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রধান কার্যালয় পরিদর্শন ও সাক্ষাৎকার দেবেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

উল্লেখযোগ্যভাবে, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে এই অংশগ্রহণকে।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!