AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৮ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের দায়ের করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সেইসঙ্গে মামলার যাবতীয় নথি হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত বেঞ্চে পাঠানো হয়েছে।

হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আনুষ্ঠানিক শুনানি শুরু হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। ওই ঘটনার পর পুলিশ তিনটি মামলা করে।

পরবর্তীতে, ২০২০ সালের ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার বিচারিক কার্যক্রম শেষে কয়েকজন আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে আদালত। এখন সেই ডেথ রেফারেন্স এবং আসামিপক্ষের আপিল শুনানি পর্যায়ে যাচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!