AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৪ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে কর্মরত ছিলেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাপ্পুর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আন্দারমানিক গ্রামে। রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিলেন মেঝ।

পাপ্পুকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রাজু জানান, তারা কয়েকজন মিলে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে আড্ডা দিচ্ছিলেন। এসময় পাপ্পু প্রস্রাব করতে গিয়ে রাস্তার পাশে যান, যেখানে কিছুটা অন্ধকার ছিল। কিছুক্ষণ পর পাপ্পু “ছিনতাইকারী! ছিনতাইকারী!” বলে চিৎকার শুরু করলে সবাই ছুটে যান। সেখানে ৩-৪ জন ছিনতাইকারীকে পালিয়ে যেতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন পাপ্পু।

রাজু আরও জানান, রাস্তার পাশে ওই অন্ধকার জায়গায় ছিনতাইকারীরা অন্যদের ওপর হামলা করছিল। বিষয়টি দেখে প্রতিবাদ করতে গিয়েই ছুরিকাঘাতের শিকার হন পাপ্পু। তাকে পায়ে ও মুখে ছুরিকাঘাত করা হয়। তবে তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি তারা।

নিহতের বাবা মো. একরাম হোসেন বলেন, পাপ্পুর দারাজে রাতের শিফটে ডিউটি ছিল। রাত ৯টার দিকে অফিসে যাওয়ার কথা ছিল তার। সন্ধ্যায় মাত্র ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। কয়েক মিনিট পর খবর আসে, ছিনতাইকারীরা পাপ্পুকে কুপিয়ে আহত করেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সমরিতা হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মিয়া জানান, রাতেই পাপ্পুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!