হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেছেন, "ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটি পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।"

তিনি জানান, “কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর একটি তালিকা দিয়েছেন। এই মামলাগুলোর মধ্যে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক, সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এছাড়া, তিনি আরও জানান, ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী বিষয়ে সহায়তার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ড. আসিফ নজরুল তার স্ট্যাটাসের শেষে বলেন, “দোয়া করবেন, সব মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।”
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :