বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান, ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত এ শোক পালন করা হবে বলে বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান, পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে, সোমবার সকালে (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ এবং দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তি, পরিবেশ রক্ষা ও ধর্মীয় সহিষ্ণুতার পক্ষে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :