AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যু: ক্ষমা চেয়ে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৮ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স ইস্যু: ক্ষমা চেয়ে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে উঠা সমালোচনার প্রেক্ষিতে বাবার ভুলের জন্য ফেসবুকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন এবং জানান, এ বিষয়ে লাইসেন্স বাতিল করা হয়েছে।

আসিফ মাহমুদ তার পোস্টে বলেন—“প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

তিনি জানান, তার বাবা আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদারের পরামর্শে তার বাবা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেছিলেন।

তিনি স্বীকার করেন, “আমি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেহেতু বাবার এমন উদ্যোগ কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর বাবার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি আজই বাতিল করা হয়েছে।”

পোস্টের সঙ্গে তিনি লাইসেন্স বাতিলের প্রমাণস্বরূপ একটি সরকারি আদেশের কপিও সংযুক্ত করেন।

এই ঘটনা প্রথম ফাঁস করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, যিনি তার ফেসবুক পোস্টে উপদেষ্টার পিতার ঠিকাদারি লাইসেন্সের কপি প্রকাশ করেন এবং বিষয়টি যাচাই করে উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন।

আসিফ মাহমুদের এই ব্যাখ্যা এবং প্রকাশ্য ক্ষমা প্রার্থনা সচরাচর রাজনীতিতে দেখা যায় না। দায়িত্বশীল অবস্থানে থেকে নিজের পরিবারিক সদস্যের কাজের জন্য এমনভাবে দায়িত্ব গ্রহণ ও পদক্ষেপ গ্রহণ নজিরবিহীন নয়, তবে বিরল।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!