বর্তমান সভ্যতা আত্মবিনাশী ধারায় এগোচ্ছে এবং বিশ্বব্যাপী কেবল বর্জ্য উৎপাদন করেই চলেছে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা এমন এক সভ্যতার মধ্যে বাস করছি, যা আমাদেরই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”
‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ : শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’—এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত অধিবেশনে ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন করেন ড. ইউনূস। তিনি বলেন, কেবল মুনাফার পেছনে না ছুটে আমাদের উচিত মানুষের ও পৃথিবীর কল্যাণে কাজ করা। অন্যথায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবী বসবাসযোগ্য থাকবে না।
অনুষ্ঠান শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এছাড়া কাতারের রাজধানী দোহায় এক উচ্চপর্যায়ের বিনিয়োগ সংলাপে অংশ নেন ড. ইউনূস। বৈঠকে মালদ্বীপ, মালয়েশিয়া ও কাতারের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য বিনিয়োগ ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বিনিয়োগকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “বাংলাদেশকে আমরা একটি আঞ্চলিক উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সম্পূর্ণ সহায়তা ও স্বাগত জানানো হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশ, দক্ষ জনবল ও কৌশলগত অবস্থান এই দেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় গন্তব্যে পরিণত করেছে। বিনিয়োগকারীরাও উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং কক্সবাজারের পর্যটন খাতে আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানান।
একুশে সংবাদ// কা.বে//এ.জে
আপনার মতামত লিখুন :