রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারে আয়োজিত আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং মানবিক ইস্যুতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে রোহিঙ্গা সংকটের বিষয়ে ড. ইউনূস কাতারের সহায়তা কামনা করলে, শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “কাতার রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে সবসময় বাংলাদেশের পাশে থাকবে।”
ফিলিস্তিন সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। ড. ইউনূস বিশ্ব নেতৃবৃন্দের নীরবতাকে “দুঃখজনক” বলে মন্তব্য করেন, যার পরিপ্রেক্ষিতে কাতারের প্রধানমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনে কাতারের পক্ষ থেকে সহায়তার আশ্বাসও দেন।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার যেভাবে মানবিক ও কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রাখছে, তা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা হতে পারে।
একুশে সংবাদ// স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :