ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান বলে জানিয়েছে বিবিসি।
এর আগে, গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল ইসাক দারের দুই দিনের সরকারি সফর।
সফরকালে দ্বিপাক্ষিক কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। বিশেষ করে বাণিজ্য, শিক্ষা ও কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ঢাকা ও ইসলামাবাদের মধ্যে।
তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিতের অনুরোধে এসব আলোচনা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ছিল এবং আলোচনা ইতিবাচক পরিবেশেই এগোচ্ছিল।
উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেন। তার পর থেকে দুই দেশের উচ্চপর্যায়ের কোনো সফর হয়নি।
বর্তমানে জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা শুরু হয়েছে। এর প্রেক্ষিতে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :