রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) তিনি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত হয়ে পোপের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, সকাল ৯টা ২৫ মিনিটে কাতারের রাজধানী দোহা থেকে রোমের উদ্দেশে যাত্রা করেন অধ্যাপক ইউনূস। স্থানীয় সময় বিকেল ২টা ১৫ মিনিটে তার বিমানটি রোমের লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।
বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন এবং “থ্রি জিরো” দৃষ্টিভঙ্গির (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) প্রতি পোপ ফ্রান্সিসের গভীর আগ্রহ ছিল। এ লক্ষ্যে তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে একটি যৌথ “থ্রি জিরো ইনিশিয়েটিভ” শুরু করেছিলেন রোমে।
৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস চলতি বছরের শুরুতে বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে ফিরে আসার কিছুদিন পরই তিনি ইস্টার সানডেতে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হন, কিন্তু তার পরদিনই ভ্যাটিকান কর্তৃপক্ষ তার মৃত্যুর সংবাদ জানায়।
শেষকৃত্য ও সমাধিস্থল: পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামীকাল (২৬ এপ্রিল) শনিবার, সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে। এতে বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় রাষ্ট্রপ্রধান ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করবেন। উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।
চূড়ান্ত প্রার্থনার মাধ্যমে তাকে ঈশ্বরের হাতে সমর্পণ করবেন কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। এরপর পোপের মরদেহ সমাহিত করা হবে রোমের ঐতিহাসিক সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়—যেখানে বহু প্রাক্তন পোপের কবরস্থান রয়েছে। এই সমাধিস্থল তার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন।
একুশে সংবাদ// ক.ক//এ.জে
আপনার মতামত লিখুন :