ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় কাতার থেকে রোম পৌঁছান তিনি। বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। পরে বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছে সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সফর শেষে রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় রোম ত্যাগ করে সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, রোম সফরকালে রাষ্ট্রীয় কূটনৈতিক প্রটোকল অনুযায়ী তার সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :