বৈদ্যুতিক ত্রুটির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ সমস্যা দেখা দেয়, ফলে বিপাকে পড়েন যাত্রীরা।
এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। একটি পাওয়ার ট্রিপের ঘটনা ঘটেছে, তবে কোথায় ঠিক এই ত্রুটি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খুঁজে বের করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর থেকে স্টেশনগুলোতে অপেক্ষমাণ যাত্রীদের মাঝে ক্ষোভ ও দুর্ভোগের চিত্র দেখা গেছে। মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :