AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৩ এএম, ২৭ এপ্রিল, ২০২৫

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার ইউনূসের হোটেলে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও লাতিন আমেরিকা এবং এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিন বাংলাদেশের সঙ্গে উরুগুয়ের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান। বিশেষ করে ঢাকা ও মার্কোসুর জোটভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেতকিন যুবসমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগ সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করেন। তারা একটি ‍‍`তিন শূন্য‍‍` বিশ্ব—শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য কার্বন নিঃসরণ—গঠনের অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ বজায় রাখার ওপর জোর দেন এবং মন্ত্রী লুবেতকিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

 

 


একুশে সংবাদ//যু//এ.জে

Shwapno
Link copied!