আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান। চলমান এই কার্যক্রমে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৬৩ লাখেরও বেশি নাগরিকের তথ্য। একই সঙ্গে মৃত ২৩ লাখেরও বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত নতুন ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ২৯৪ জন। এদের মধ্যে ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন ভোটার ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন।
অপরদিকে, মৃত অবস্থায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গ ৩২৬ জন।
সবশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ভোটার তালিকা হালনাগাদ শেষে জুনে চূড়ান্ত তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :