খুলনা অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া গ্রিড বিপর্যয়ের ঘটনায় ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রোববার (২৭ এপ্রিল) এক অফিস আদেশে এ কমিটির গঠনের ঘোষণা দেওয়া হয়।
তদন্ত কমিটির দায়িত্ব হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সুপারিশ প্রদান। প্রয়োজনে কমিটি এক বা একাধিক সদস্যকে কো-অপ্টও করতে পারবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন:
বুয়েটের অধ্যাপক ড. মো. এহসান,
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ,
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. শহীদুল ইসলাম,
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর প্রধান প্রকৌশলী মো. আবদুল মজিদ,
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান,
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ট্রান্সমিশন-১ এর প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফয়জুল কবির এবং
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাজহারুল ইসলাম।
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :