AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে: আইন উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৬ এএম, ২৮ এপ্রিল, ২০২৫

ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল  জানিয়েছেন"আপনাদের মতো আমিও শোকাহত, কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে" । তিনি রোববার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, "জুলাই মাসের গণআন্দোলনে এক শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে তার গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই দুঃখজনক ঘটনা আমাদের সবাইকে স্তম্ভিত করেছে। আমরা যত দ্রুত সম্ভব এর বিচার করব। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামী গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে তারা বন্দী আছেন (তাদের জামিনের খবরটি ভুল)। তাদের ডিএনএ স্যাম্পল নেয়া হয়েছে এবং পুলিশের উচ্চ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে চার্জশীট দেয়া হবে, তারপর বিচার শুরু হবে। সংশোধিত আইন অনুযায়ী, বিচার শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে রায় প্রদান করতে হবে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে বিচার অনেক আগেই শেষ হওয়ার কথা।"

মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়েও আইন উপদেষ্টা বলেন, "মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের চার্জশীট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকারোক্তির কারণে আমি আশাবাদী ছিলাম যে বিচার শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে। আশা করি এতে কোনো ব্যত্যয় হবে না।"

তিনি আরও লেখেন, "বিচারকাজে দু-একদিন দেরি হলে আপনাদের কষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু যদি বিচার সঠিকভাবে না হয়, তবে উচ্চ আদালতে আপিলে রায়টি বাতিল হয়ে যেতে পারে। এটি হলে আরও শোচনীয় কিছু হতে পারে না। আপনাদের মতো আমিও শোকাহত, কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!