AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরেশ যাকেরের নামে মামলা ‘ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং’: সংস্কৃতি উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৩ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

ইরেশ যাকেরের নামে মামলা ‘ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং’: সংস্কৃতি উপদেষ্টা

রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ইরেশ যাকেরের নামে মামলা ‘ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং’।

সোমবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি এখন সরকারের অংশ, অ্যাক্টিভিস্ট নই। তাই কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও সক্রিয় ছিলেন। তাই এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “মামলা করেছেন একজন ব্যক্তি, এটি রাষ্ট্রপক্ষ বা সরকারের মামলা নয়। এখন সবাই মামলা করার স্বাধীনতা পেয়েছে। তবে কেউ কেউ এ স্বাধীনতার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ সঠিক তদন্ত করবে এবং সত্য-মিথ্যা যাচাই করে যথাযথ পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, গত ২০ এপ্রিল মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

 

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!