AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ : আসিফ নজরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ : আসিফ নজরুল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেনি নির্বাচন কমিশন (ইসি)। মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই ইসি গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, “নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল ইশরাক হোসেনের গেজেট প্রকাশ করা হবে কি না। যদিও কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান; সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের আমাদের মতামতের প্রয়োজন ছিল না। তবে তারা যখন জানতে চেয়েছিল, আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করি। জানতে পারি, নির্বাচনী প্লেইন্ড পরিবর্তন করা যায় না, কারণ এ বিষয়ে উচ্চ আদালতের রায় রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “ইশরাক সাহেব নাকি পরে প্লেইন্ড পরিবর্তন করেছিলেন। তাই আমরা কিছুটা দ্বিধায় ছিলাম- গেজেট হবে নাকি আপিল করা হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের অপেক্ষা না করেই নিজেরা গেজেট প্রকাশ করেছে। এ নিয়ে আমাদের আর কিছু বলার নেই।”

অনুষ্ঠানে ইরেশ জাকেরের বিরুদ্ধে করা মামলাগুলো বাণিজ্যিক বা বিদ্বেষমূলক কিনা, জানতে চাইলে আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের আইনে মামলা দায়েরের কোনো বাধা নেই। যে কেউ মামলা করতে পারে। তবে সত্যিই অনেক হয়রানিমূলক এবং বিদ্বেষপ্রসূত মামলা হচ্ছে— জমি দখল বা ব্যবসা সংক্রান্ত বিরোধে মামলা করা হচ্ছে, যা দুঃখজনক।”

তিনি আরও বলেন, “আমরা পুলিশ ও আদালতের মাধ্যমে আইনি প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। তবে মামলা সংখ্যা এত বেড়ে গেছে যে কাজ করা কঠিন হয়ে পড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নির্দেশনা আছে, অভিযোগের সুনির্দিষ্টতা না থাকলে যেন গ্রেপ্তার করা না হয়।”

আসিফ নজরুল আরও বলেন, “আমি অনুরোধ করবো যারা মামলা করেছে, তাদের খুঁজে বের করে প্রকৃত তথ্য জনসমক্ষে আনুন। সরকারও চিন্তা করছে, প্রয়োজন হলে আইনি সংস্কার করা হবে।”

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!