জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এই আন্দোলনের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার।
সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গেজেটে বলা হয়, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন এই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।
এর আগে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের প্রস্তুতি চলছে এবং ফেব্রুয়ারি মাস থেকে এর কার্যক্রম শুরু হবে।
তথ্য উপদেষ্টা আরও জানিয়েছিলেন, শহীদ পরিবার ও আহতদের সহায়তার পাশাপাশি অধিদপ্তরটি ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং নানামুখী কল্যাণমূলক কাজ পরিচালনা করবে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে ৮২৬ জন শহীদ ও প্রায় ১১ হাজার আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এই অধিদপ্তর গঠনের মধ্য দিয়ে আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় সম্মান এবং পুনর্বাসন প্রক্রিয়া আরো আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :