২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের ৩০০ পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব চাবি হস্তান্তর করেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি, তখনই বন্যা শুরু হয়। শুরুতে বুঝতে পারিনি যে এমন এলাকায় বন্যা হবে। এটি ছিল একেবারেই ভিন্ন ধরণের বন্যা, যেটা কতটা ভয়াবহভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, তার কোনো পূর্ণ ধারণা ছিল না।”
ড. ইউনূস জানান, গৃহহীনদের সাহায্যে নগদ অর্থ বিতরণের পরিবর্তে তিনি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের পক্ষে অবস্থান নেন।
“টাকা দিলে ভাগাভাগির ঝুঁকি থাকে, প্রকৃত প্রাপকরা অনেক সময় বঞ্চিত হন। সেনাবাহিনী এ দায়িত্ব নেওয়ার পর আমরা নিশ্চিত ছিলাম—টাকাটা সঠিকভাবে ব্যবহৃত হবে,” বলেন তিনি।
তিনি আরও জানান, বরাদ্দকৃত অর্থের অর্ধেক খরচেই ঘর নির্মাণ সম্ভব হয়েছে। “এটা আমাদের জন্য এক ধরনের ব্যতিক্রমী সুখবর। সাধারণত যে বাজেট দেওয়া হয়, তার চেয়ে দ্বিগুণ দাবি করা হয়। এখানে উল্টোটা ঘটেছে,” বলেন ড. ইউনূস।
ঘরের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “অনেক সময় টাকা ব্যবহার হলেও মান বজায় থাকে না। এবার মান বজায় রেখে কম খরচে ঘর নির্মাণ সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “এটি সততা ও দক্ষতার দৃষ্টান্ত। এই ঘর শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, এটি এক নতুন জীবনের শুরু। এখন সন্তানদের ভবিষ্যতের দিকে মনোযোগী হওয়ার সময়।”
প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং সেনাবাহিনীর পেশাদারিত্বের ফলেই এই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :