AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের সংকট কাটবে না: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩০ পিএম, ২৬ মার্চ, ২০২৫
নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের সংকট কাটবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন’ সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট, যা চলমান সংকট নিরসনে সহায়ক হবে না। তিনি আরও বলেন, সংকট সমাধানে বিএনপি দ্রুত একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চায়।

আজ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

তাঁর দাবি, ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই দ্রুত ভোটের কথা বলছে বিএনপি। তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট কাটবে না।

প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হওয়ায় বিএনপি হতাশ হয়েছে বলেও জানান দলটির মহাসচিব। তাঁর বক্তব্যে জিয়াউর রহমানের নাম উচ্চারিত না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার করেছে। বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন করতে নানা ষড়যন্ত্র হয়েছে, তখন সব সময় বিএনপি শক্ত অবস্থান নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিরোধ করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। 
 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!