আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এম পি বলেছেন, বিএনপির লক্ষ্য একটাই নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করা। বিদ্যুতের আলোর নিচে দাঁড়িয়ে বিদ্যুতের দাবিতে হারিকেন মিছিল করা দেশের জনগণের সাথে তামাশা আর ভণ্ডামী ছাড়া আর কিছুই নয়।
তিনি আরো বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড না করে গনতন্ত্রের নিয়ম অনুযায়ী কর্মসূচি দিলে সরকার বাধা দিবে না।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর থানা আয়োজিত বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাড. কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এ্যাড. কামরুল ইসলাম বলেন, বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবেনা, তাই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনেই।
পরে এক বিক্ষোভ সমাবেশ কামরাঙ্গীচরের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ.কম/জা.হা
আপনার মতামত লিখুন :