মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দারুস সালাম (শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে) ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কচি।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু
আপনার মতামত লিখুন :