কুড়িগ্রামে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। শনিবার (০৭ অক্টোবর) জেলার পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জাতীয় পার্টিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় নারায়াণপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি আরও সুসংগঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।
একুশে সংবাদ.কম/নি.বিডি/না.স
আপনার মতামত লিখুন :