AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারা দেশে যে তরঙ্গ সৃষ্টি হয়েছে তাতে আ. লীগ ভেসে যাবে’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫৮ পিএম, ১৫ অক্টোবর, ২০২২
সারা দেশে যে তরঙ্গ সৃষ্টি হয়েছে তাতে আ. লীগ ভেসে যাবে’

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের তরঙ্গে আ.লীগ ভেসে যাবে বলে মন্তব্য কলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


ফখরুল ইসলাম,‍‍`শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রথম ভিত্তি স্থাপন করেন। তিনি গার্মেন্টসের সূচনা করেছিলেন। তিনি শ্রমিক ভাইদের বিদেশে পাঠানো শুরু করেছিলেন। সেখান থেকে রেমিট্যান্স আসছে। আর এখন ওই রেমিট্যান্সের টাকা মেরে খাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগ একটা চোরের দল।

 

এটা আমার কথা না, কথাটা তাদের নেতা শেখ মুজিবুর রহমানের। ১৯৭৪ সালে যখন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ শুরু হলো (আমাদের দুর্ভিক্ষের কথা তার মেয়েও বলতে শুরু করেছেন)  সেই দুর্ভিক্ষের সময় তিনি বললেন, আমি আর কী করব, আমার তো সব চাটার দল আমার চারদিকে, চোরের দল। এতো কম্বল এলো বিদেশ থেকে আমার কম্বল গেল কোথায়। এই হচ্ছে আওয়ামী লীগ।

 

তাদের দুর্নীতি, তাদের চুরি-ডাকাতি এটা তাদের মজ্জাগত, প্রকৃতিগত। ২টা জিনিস আওয়ামী লীগের বডিকেমেস্ট্রিতে আছে- একটা হচ্ছে চুরি, আরেক হচ্ছে সন্ত্রাস। কথায় কথায় লাঠি নিয়ে আসবে, ধমক দেবে, হুঙ্কার দেবে। তোমাদের হুঙ্কারে বাংলাদেশের মানুষ ভয় পাই না। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে উত্তাল তরঙ্গের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের তরঙ্গের মাধ্যমে আ. লীগ ভেসে যাবে। তারা বড় বড় কথা বলে।‍‍`


সারাদেশে বিভাগীয় সমাবেশের ধারাবাহিকতায় আজ ময়মনসিংহ বিভাগে সমাবেশ করছে বিএনপি। বেলা দুইটার দিকে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। মাবেশে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

তিনি আরও বলেন, ‍‍`যারা নিজেদের গড মনে করে, ঈশ্বর মনে করে, বিধাতা মনে করে তাদের ধারণাকে ভেঙে দিয়ে এখানে মানুষের রাষ্ট্র চালু করতে হবে।‍‍`

বিএনপির এই নেতা বলেন, ‍‍`তারা বলেছিল ১০ টাকায় চাল খাওয়াবে। কত টাকায় চাল খাচ্ছেন- ৯০ টাকায়। কৃষক ভাইদের বলেছিল, বিনা পয়সায় সার দেবে। সেই সার পাচ্ছেন কৃষক ভাইয়েরা? আরেক কথা বলেছিল তাতে আমাদের তরুণ-যুবকরা অনুপ্রাণিত হয়েছিল, ঘরে ঘরে চাকরি দেবে। দিয়েছে? আপনারা চাকরি পান? আর যদি আ. লীগের লোক সই করে আর ২০ লাখ টাকা ঘুষ দিলে চাকরি হয়। না হলে চাকরি হয় না।

 

 বিচারালয়ে গিয়ে বিচার পান? বিচারবিভাগকে দলীয়করণ করছে, প্রশাসনকে দলীয়করণ করছে। পার্লামেন্টে কোনো আলাপ-আলোচনা হয় না। ওরা শুধু ফ্লাট নেই, বিনা ট্যাক্সে গাড়ি নেই আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়। আমাদের জনগণের কোনো কথা হয় না। কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়।‍‍`

‍‍`আমরা বাক স্বাধীনতার কথা বলি, আমরা লেখার স্বাধীনতার কথা বলি। কিন্তু এরা কী করেছে- অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন আইন তৈরি করে (ডিজিটাল সিকিউরিটি আইন) আমাদের সংবাদপত্রের ভাইদের লেখার ক্ষমতা বন্ধ করে দিয়েছে। সারাদেশে ত্রাস সৃষ্টি করেছে যে, আমাদের বিরুদ্ধে কিছু বললে আমরা তোমাদের জেলে পুরে দেব। না হলে তোমাদের ফাঁসি দেব।‍‍`

 

একুশে সংবাদ/এসএস

 

Link copied!