বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী (৫০ বছর) উপলক্ষে আগামী ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে ১০ লক্ষাধিক যুবক উপস্থিত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির এই আহ্বায়ক এ তথ্য জানান।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। আগামী ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করে ৩ ডিসেম্বর ছাত্রলীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ২৪ ডিসেম্বর এই মাঠেই আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
নানক বলেন, আমাদের নেত্রীর পরিষ্কার নির্দেশনা হলো— কোনো আন্দোলন সংগ্রামে বাধা দেয়া যাবে না। যার যার কর্মসূচি পালন করতে দিতে হবে। বিভিন্ন জায়গায় গণপরিবহন বন্ধ হচ্ছে। এটি কিন্তু সরকারের নির্দেশে নয়, আতংকের কারণে মালিক সমিতি বাস-ট্রাক বন্ধ করে দেয়। তারা অতীতে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস দেখেছে। সেই আশঙ্কা থেকেই বাস বন্ধ করতে পারে।
এসময় আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব মির্জা আজম উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ.কম/আট/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :