বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২ ডিসেম্বর)।
সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এ সম্মেলন।
ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দুই ইউনিটের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলন উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগ। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে সম্মেলনস্থলের আশপাশের এলাকা। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এবার নতুন কমিটিতে শীর্ষপদপ্রার্থী ৩৪০ জন। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৮৭ জন এবং দক্ষিণে ১৫৩ জন।
একুশে সংবাদ.কম/ য.ট/বাইজীদ_সা’দ
আপনার মতামত লিখুন :