আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কামলা হয়েছি। আপনারা আমাকে ভোট দিয়ে কামলা বানিয়েছেন। সেই কামলা হিসেবে বছরে একবার করে আমি আপনাদের কাছে হিসাব দেই। আমি কামলাই থাকতে চাই। আপনাদের সেবা করার জন্য কামলা দিতে চাই। আমি নেতা হতে চাই না।
শুক্রবার (১৪ এপ্রিল) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহিদ স্মৃতি স্কুল মাঠে ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, আমি ঈদের আনন্দে আপনাদের সঙ্গে শরীক হয়ে সরকারি বরাদ্দের পাশাপাশি আমিও সামার্থ্য অনুযায়ী আপনাদের কিছু ঈদ উপহার দিতে চাই। কথায় বলে, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তাই অল্প হলেও আপনাদের দেওয়ার চেষ্টা করি।
তিনি তার নির্বাচনী এলাকায় দুই দিনব্যাপী (বৃহস্পতিবার ও শুক্রবার) ঈদ উপহার বিতরণ করেন। নকলা ও নালিতাবাড়ী দুই উপজেলার দুটি পৌরসভা ও সবকটি ইউনিয়নে শিক্ষার্থীদের উদ্দীপনামূলক সহযোগিতার জন্য প্রণোদনা হিসেবে নগদ অর্থ এবং দুস্থদের মাঝে শাড়ি, টি শার্ট প্রদান করেন। একই সঙ্গে টিআর এর অনুদান থেকে ৩০৬ জোড়া বেঞ্চ বিতরণ করেন তিনি।
এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে ছিলেন- নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল প্রমুখ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :