বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। জনগণের মধ্যে ঈদ আনন্দ নেই।
শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মাজার জিয়ারতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন। এ সময় জিয়ার ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মির্জা ফখরুল বলেন, মানুষের মনে ঈদের খুশি নেই। এবারের ঈদ কষ্টদায়ক ও বেদনাদায়ক। বাজার মূল্য বেশি থাকায় অনেকে পণ্য কিনতে পারেনি।
তিনি বলেন, সরকার মিথ্যা প্রচারণায় বোঝাতে চাই, দেশ ভালো আছে। কিন্তু দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সরকারের পদত্যাগই একমাত্র সমাধান।
একুশে সংবাদ.কম/স.হ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :