পেট্রোল বোমা হামলার মামলাগুলো দ্রুত ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সারাদেশে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলায় যারা নির্দেশ দিয়েছে তাদেরও কঠিন বিচারের আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন আয়োজিত মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি -জামায়াতের অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে প্রতীকী অনশনে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও রাজনৈতিক প্রতিহিংসায় এমন করে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ মারা হয়নি।
পেট্রোল বোমা নিক্ষেপের নির্দেশদাতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক আন্দোলনের নামে সাধারণ মানুষের ওপর নারকীয় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতারা সরাসরি জড়িত উল্লেখ তাদের শাস্তির দাবি করেন তথ্যমন্ত্রী।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :