AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীর্ঘ সাত মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৮ এএম, ১৪ জুলাই, ২০২৩
দীর্ঘ সাত মাস পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন হয়। এর ১৪ দিনের মাথায় ২০ ডিসেম্বর রাতে গণভবনে এক বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসাবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসাবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ৭ মাস পূর্ণ হবে ২০ জুলাই। তার আগে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংখ্যা অপরিবর্তিত রেখে কেন্দ্রীয় নির্বাহী সংসদে সহসভাপতির পদ ১০টি বৃদ্ধি করা হয়েছে। কমিটিতে এখন সহসভাপতি পদ হয়েছে ৭১টি। এর আগে ছিল ৬১টি। এছাড়া কমিটিতে যুগ্মসাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন। কমিটিতে ১নং সহসভাপতি মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাকিব, ১নং যুগ্মসাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন।


এদিকে পূর্বঘোষণা অনুযায়ী এবারের কমিটিতে নতুন আটটি সম্পাদকীয় পদ যুক্ত করা হয়েছে। এগুলো হলো-অটিজমবিষয়ক সম্পাদক, মানবাধিকারবিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষাবিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক।


নতুন পদগুলোর মধ্যে মানবাধিকারবিষয়ক সম্পাদক হয়েছে হারুনুর রশিদ। মাদ্রাসা শিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন জহিরুল ইসলাম। কারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক হয়েছেন রাকিব সিরাজী। নারী উন্নয়নবিষয়ক সম্পাদক হয়েছেন নোশিন শার্মিলী। টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক সম্পাদক হয়েছেন রাইসা নাসের। উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক হয়েছেন শাহ আদনান-উজ্জামান। আর সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক হয়েছেন ইমরান হোসেন সাগর।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!