AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনৈতিক দলগুলোর ম‌ধ্যে সংলাপ দরকার: ইইউ’কে জাপা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৯ পিএম, ১৫ জুলাই, ২০২৩
রাজনৈতিক দলগুলোর ম‌ধ্যে সংলাপ দরকার: ইইউ’কে জাপা

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহ‌যো‌গিতা চে‌য়ে‌ ঢাকা সফ‌রে আসা ইইউ‍‍`র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠ‌কে সংস‌দের বিরোধী দল জাতীয় পা‌র্টি (জাপা)ব‌লে‌ছে, ‘রাজনৈতিক দলগুলোর ম‌ধ্যে সংলাপ দরকার।’

 

শনিবার (১৫ জুলাই) গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন।

 

তিনি জানান, ‘নির্বাচন নি‌য়ে কথা হ‌লেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়‌নি।’

 

বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বি‌শেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা সমকাল‌কে বলে‌ন, ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নি‌য়ে‌ছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কর‌তে তারা পর্যবেক্ষক পাঠা‌বেন। ইইউ‍‍`র এই অবস্থান‌কে জাপা স্বাগত জা‌নি‌য়ে‌ছে।

 

তিনি ব‌লে‌ন, ‘ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নেন বিগত নির্বাচনে কী হ‌য়ে‌ছে। তারা তা মু‌খে না বল‌লেও বৈঠ‌কে ম‌নোভা‌বে বু‌ঝি‌য়ে‌ছেন। নির্বাচনকালীন সরকার কেমন হ‌বে তা নি‌য়ে কথা হয়‌নি বৈঠ‌কে। ‌কীভা‌বে নির্বাচন‌কে অবাধ ও সুষ্ঠ‌ু করা যায় তা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।’

 

মাশরুর মওলা ব‌লেন, ‘ইইউ প্রতিনি‌ধিরা জান‌তে চে‌য়ে‌ছেন জাপা আগামী নির্বাচ‌নে কীভা‌বে অংশ নে‌বে? জোট কর‌বে না‌কি এককভা‌বে ভোট কর‌বে?’ জাপা জা‌নি‌য়ে‌ছে, এককভা‌বে নির্বাচ‌নে অংশ নেওয়ার প্রস্তু‌তি চল‌ছে।

 

একুশে সংবাদ/জ/এসএপি

 

Link copied!