AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির এক দফা দাবি দুঃস্বপ্নে পরিণত হবে: কৃষিমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:২৭ পিএম, ১৫ জুলাই, ২০২৩
বিএনপির এক দফা দাবি দুঃস্বপ্নে পরিণত হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে পদত্যাগের এক দফা দাবি হাস্যকর। বিএনপি এবং অন্যান্য বিরোধী দলসহ যারা বলছে, তাদের দাবিটি দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচিত সরকার কোনোদিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। অতীতে বিএনপির সন্ত্রাস আমরা দেখেছি। বিএনপির সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এ দেশের জনগণ মোকাবিলা করেছে। তাদের সরকারের পদত্যাগের দাবি কোনোদিনই বাস্তবায়িত হবে না।’

 

শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় একদিনে একযোগে এক লাখ গাছের চারা রোপনের লক্ষ্যে ‍‍`বৃক্ষরোপন উৎসবের‍‍` উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


কৃষিমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে আমরা সকলে মিলে সহযোগিতা করব, যাতে সারা পৃথিবীতে এবং বাংলাদেশের মানুষের কাছে সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারি। বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জানে সবকিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছুই করার সুযোগ নেই। তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও একটি ভালো নির্বাচন করার আশ্বাস তাদের দিয়েছেন। সেটি অবশ্যই বাংলাদেশে হবে। আমরা জাতিকে বলতে চাই‒ আগামী দিনের এ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে।’

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী গাছের চারা বিতরণ করেন এবং জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

 

একুশে সংবাদ/স/এসএপি

Link copied!