রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের হোটেল থেকে পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদের আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘দলের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসসহ হোটেল মিডওয়েতে যারা ছিলেন সবাইকে তুলে নিয়ে গেছে পুলিশ। বিএনপির মহাসমাবেশের প্রাক্কালে রাজধানীর বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের হিড়িক চলছে।’
রুহুল কবির রিজভী এর নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করেন।
এদিকে, বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি।
এ অবস্থায় মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিএনপির নেতারা বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে রাতেই সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেওয়া হয়।
একুশে সংবাদ/জ/এসএপি
আপনার মতামত লিখুন :