গত দুই দিনে স্খান পরিবর্তন, অগনিত নেতাকর্মী গ্রেপ্তার, তারিখ পরিবর্তনসহ নানা শঙ্কা শেষে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টা ১০ মিনিটের দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াতের করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।
সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহমুদুর রহমান দৈনিক বাংলার মোড়ে মিছিল করার সময় মাথা ঘুরে পড়ে যান।
তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
একুশেসংবাদ.কম/আ/বিএস/এসএপি
আপনার মতামত লিখুন :