প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি অফিস থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে তাকে ছেড়ে দেয়ার হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানিয়েছেন, রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে গয়েশ্বরকে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে।
ডিবি প্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মাঝে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে সেভ করতেই মূলত ডিবিতে নিয়ে আসে হয়।
জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে বাসায় পৌঁছে দেয়ার উদ্দেশ্যে গয়েশ্বরকে পুলিশের গাড়িতে তোলা হয়।
ডিএমপি ডিবির প্রধান বলেন, আমরা সেফ করে নিয়ে এসেছিলাম। এখন তাকে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে।
এর আগে শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। আটকের পর চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেয়া হয়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :