AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুমের মধ্যে কে বা কারা ফলের ঝুড়ি দিয়ে নাটক সাজিয়েছে: আমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৮ পিএম, ২৯ জুলাই, ২০২৩

ঘুমের মধ্যে কে বা কারা ফলের ঝুড়ি দিয়ে নাটক সাজিয়েছে: আমান

হাসপাতাল থেকে বের হয়ে ফেসবুক লাইভে বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, ঘুমের মধ্যে কে বা কারা ফলের ঝুড়ি দিয়ে নাটক সাজিয়েছে তা তিনি বুঝতে পারেননি।

 

শনিবার (২৯ জুলাই) বিকেলে ফেসবুক লাইভে এ কথা বলেন তিনি।

 

আমান বলেন, হাসপাতালে আহত অবস্থায় থাকার সময় আমাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা তিনি বুঝতে পারেননি।

 

এক দফা দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত, সংসদ না ভাঙা পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলনে আমি আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই আন্দোলনে থাকব। আপনারা কোনো ষড়যন্ত্র, গুজবে কান দিবেন না। 

 

এর আগে, শনিবার দুপুরে রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনকালে সেখান থেকে বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে আটক করে পুলিশ। এরপর তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুসের প্যাকেট তুলে দেন।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Shwapno
Link copied!