AB Bank
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:০২ পিএম, ৩০ জুলাই, ২০২৩
হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে কেউ রাস্তা-ঘাট বন্ধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে অগ্নিসংযোগের ঘটনায় সরকারি দলকে দোষারোপ করা হাস্যকর

 

রোববার (৩০ জুলাই) শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন, সমাবেশ করবে- এতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি, রাস্তা-ঘাট বন্ধ, সড়কে যান চলচল বন্ধ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো করতে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তারা তাদের দায়িত্ব পালন করবে।

 

তিনি বলেন, সরকার সবসময় তাদের (বিএনপি) বলে আসছে আপনারা এগুলো (ভাঙচুর) করবেন না। আপনাদের সহযোগিতা চাই। আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মতান্ত্রিকভাবে করুন। আমরা তাদের কোনো সমাবেশ, আন্দোলন, পদযাত্রায় বাধা দেইনি।

 

তিনি বলেন, অগ্নিসংযোগের মাধ্যমে ২০১৪-১৫ সালেও মতো শনিবারও বিএনপি ঢাকাকে সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল। তারা অবস্থান কর্মসূচি বাদ দিয়ে রাজপথে এসে ভাঙচুর শুরু করেছে। এরমাধ্যমে তারা আইন বিরোধী কার্যকলাপ করেছে।

 

মাদক দমনের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদক দমনে মিয়ানমারের কোনো সাড়া পাচ্ছি না। তাদের সঙ্গে বারবার মিটিং করে আশ্বাস পাই। কিন্তু উল্লেখযোগ্য কোনো সাড়া নেই।

 

তিনি বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও ছড়িয়ে পড়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!