শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২ টার পর এই মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন সংগঠনটি।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর এর নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
এ সময় একান্ত সাক্ষাতকারে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন একুশে সংবাদ.কম কে বলেন, ‘এই শোককে শক্তিতে রুপান্তরিত করে, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না বসানো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মাঠে কাজ করতে বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। তার হাতেই দেশ নিরাপদ। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে।’
একুশে সংবাদ/রাফি/বাবু/এসএপি
আপনার মতামত লিখুন :