সরকার পতনের এক দফা দাবিতে আগামী দুই দিন পর নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে রাজধানী রামপুরার চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে গণমিছিল পরবর্তী সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গণমিছিলপূর্ব সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘একটাই দাবি, দাবি কী? তখন তিনি নেতাকর্মীদের বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ।’
তিনি বলেন,‘১৪’ ও ১৮’ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দেবে? নেতাকর্মীরা বলেন, ‘না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ করো।’
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :