আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় সেতুমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার (২ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের দক্ষতায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পদ্মাসেতু তিনি গড়ে যাচ্ছেন। আমরা সবাই আজ গর্বিত।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, মানুষের ঢল নেমেছে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন সারা বাংলাদেশ ঘুরে দেখতে। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে আলোকিত করেছেন তাতে মানুষ মনে করে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দেশকে আলোকিত করে যাবেন।
তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আপনার উন্নয়নয়ে কর্মকাণ্ড যদি ঘণ্টার পর ঘণ্টাও বলতে থাকি তাও শেষ হবে না। আপনাদের দুই বোনকে আমরা হৃদয়ে ধারণ করি ও শ্রদ্ধা করি। আপনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশের আজ দেখতে পাচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি পৃথিবীর যেখানে গিয়েছে সেখানেই প্রধানমন্ত্রীর প্রশংসা শুনেছি। সবাই জিজ্ঞাসা করে, বাংলাদেশ ছিলো একটা অনুন্নত দেশ; যেখানে পার ক্যাপিটল ইনকাম ছিলো ২০০৫ সালে মাত্র ৫৬০ ডলার। সেখান থেকে টেনে এই দেশটাকে একটা সম্ভাবনাময়ী দেশ হিসেবে রূপান্তর করেছেন।
একুশে সংবাদ/ঢ.প.প/জাহা
আপনার মতামত লিখুন :