AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিবারেল ইসলামিক জোটের আত্মপ্রকাশ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:৩৩ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৩
লিবারেল ইসলামিক জোটের আত্মপ্রকাশ

মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি এবং বিদেশি হস্তক্ষেপ রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে লিবারেল ইসলামিক জোট। 

 

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

 

নতুন এই জোটের সদস্য রাজনৈতিক দলগুলো হলো সম্প্রতি নিবন্ধনপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)। সংবাদ সম্মেলনে ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীকে জোটের চেয়ারম্যান ও মিছবাহুর রহমান চৌধুরীকে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র এবং অন্যান্য জোট সদস্য দলের প্রধানদের কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

 

কো-চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরীকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিককালে নোবেল বিজয়ী ড. ইউনূসের শ্রম আদালতের মামলাকে কেন্দ্র করে বিশ্বের ১৩০ জন নামি-দামি লোকের বিবৃতি, বিশেষ করে হিলারি ক্লিনটনের বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি। এ বিবৃতি বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ, মজলুম জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়া ও অভ্যন্তরীণ বিষয়ের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

 

আমরা মজলুমের পক্ষে, শ্রমিক মহিলারা ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। এই হস্তক্ষেপ নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করবে। আমাদের জোট শুধু একটি নির্বাচনী জোট নয়, বরং মুক্তিযুদ্ধের পক্ষে সমমনা উদারপন্থীদের জোট।

 

আমরা একত্রে সত্য ও শান্তির পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করব।

 

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জোট নেতারা বলেন, আমরা দেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, তবে কেয়ারটেকার পদ্ধতি চাই না। সব রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শুরু করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই। আমাদের জোট দেশের সব কয়টি আসন থেকে প্রার্থী দেবে। আমরা চাই বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক।

 

মানুষ শান্তি চায়, আর রক্তপাত চায় না। সরকারকে অবশ্যই সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করতে হবে।

ঐক্যবদ্ধভাবে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারা আরো বলেন, আমাদের সমস্যা আমরাই সমাধান করব। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের পর যে পরাজিত শক্তি ও সরকারের ভেতরের বিশ্বাসঘাতকরা জাতির পিতাকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছিল, এই পরাজিত শত্রু ও বিশ্বাসঘাতকদের উত্তরসূরিরা আবারও একজোট হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

 

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ আলম নূরী আল সুরেশ্বরী, বাংলাদেশ জনদলের (বিজেডি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী, কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান হাসরত খান ভাসানী। সংবাদ সম্মেলনে লিবারেল ইসলামিক জোটের শরিক সব কয়টি দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ন.প্র/জাহা

Shwapno
Link copied!